সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কে তালতলা এলাকায় ইঞ্জিন ভ্যান উল্টে গিয়ে রাসেল (২৭)নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলায় তালতলা এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল খুলনা জেলার ডুমুরিয়া এলাকার বাসিন্দা।
প্রতক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিন ভ্যান চালিয়ে সাতক্ষীরা শহর থেকে পাটকেলঘাটারর দিকে যাচ্ছিলেন রাসেল। পথিমধ্যে তালতলা বিজিবি ক্যাম্প এলাকায় গেলে রাস্তার স্প্রিড বেকারে ধাক্কা লাগে। এতে তিনি ছিটিকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।পরে ঘটনাটি স্থানীয়রা পুলিশকে জানায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত ইঞ্জিন ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যান উল্টে চালকের মৃত্যু
Leave a comment