সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কমিউনিটি টয়লেট উদ্বোধন ও যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ১১টায় সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পুর্বপাড়ায় দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নে ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম উদ্যোগে প্রধান অতিথি হিসেবে কমিউনিটি টয়লেট উদ্বোধন ও যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও উপকরণ বিতরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
এসময় তিনি বলেন, এ কমিউনিটি টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে সুবিধাভোগীরা কমিউনিটি টয়লেটটি দীর্ঘদিন ব্যবহার করতে পারে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যেসব নারীরা সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ পেয়েছেন, তারাও এখন উপর্জন করতে পারবেন।
পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল আলম বাবু, নূরজাহান বেগম নুরী, অনিমা রানী মণ্ডল, রাবেয়া পারভীন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. ওয়াসিম আকরাম, ঋশিল্পী হ্যান্ডিক্রাফটস্ লি. এর ম্যানেজার প্রশান্ত কুমার বল্লভ প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ৬টি ওয়ার্ডের প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন যুব নারীদের মাঝে সনদপত্র, সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইউসুফ আলী।