সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরায় দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ঘূর্ণিঝড় মোচার আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থনা কমিটি এ সভার আয়োজন করে। এ সময় জেলা প্রশাসক মো: হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঘূর্ণিঝড় মোচায় সম্ভব্য সবধরনের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।