জন্মভূমি ডেস্ক : সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে তিন শতাধিক ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৩৫২ জনে। এর মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ৬ জন ও মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনসহ বিভিন্ন সরকারী-বেরকারী হাসপাতাল ও ক্লিনিকে মোট ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৮৬ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪ জন।
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে তিন শতাধিক ছাড়ালো
Leave a comment