সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যমনগরে বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অপর আরেকজন। তাৎক্ষনিকভাবে আহতের নাম পরিচয় মেলেনি। নিহতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশী এলাকার এনায়েত আলি (৬০) ও একই এলাকার নাজমুল হোসেন (৯)।
আজ বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের গাগরামারি এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা আড়াইটার দিকে মাঠের কাজ শেষ করে বৃষ্টির মধ্যে গাগরামারি এলাকায় ওপদার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন শিশু সহ তিনজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান এনায়েত আলী ও শিশু নাজমুল। পরে আহত অবস্থায় অপারজনকে নিয়ে শ্যমনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান লাশ দুটি উদ্ধার করা হয়েছে।