সাতক্ষীরা প্রতিনিধি : বিএনপির ১০ দফাসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।
সদর উপজেলা আহবায়ক এড. নুুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আহবায়ক শের আলী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, হাফিজুর রহমান মুকুল, নূরে আলম সিদ্দিকী, নাছির উদ্দিন, আনারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিকে ভয় পায়। তাই তারা বিএনপিকে আন্দোলন সংগ্রামে রাস্তায় নামতে দিচ্ছেনা। তারা জানে যে বিএনপিসহ সাধারণ জনগণ আন্দোলন সংগ্রাম করলে এই অবৈধ সরকার আদৌ ক্ষমতায় থাকতে পারবেনা। তাই তারা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আন্দোলন স্তব্ধ করে দেয়ার পায়তারা চালাচ্ছে।