# বিপাকে নিন্মআয়ের মানুষ
সাতক্ষীরা প্রতিনিধি
বঙ্গোপসাগরে অবস্থানরত নিন্মচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে সাতক্ষীরায় বৃৃহস্পতিবার সকাল থেকে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা ৫ দিনের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। উপক‚লীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুটের অধিক উচ্চতায় জলোচ্ছ¡াস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এদিকে, শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী ও বুড়িগোলিনী ইউনিয়নের দাতিনাখালী বেঁড়িবাধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। আতংকে রয়েছে উপক‚লবাসী। উপকুলীয় এলাকার ৩৫ টি পয়েন্টে প্রায় ৬২ কিলোমিটার জরাজীর্ণ বেঁড়িবাধ ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে পানিতে ভেসে গেছে উপকুলীয় এলাকার শত-শত বিঘা মৎস্য ঘের। পানিতে নিমজ্জিত জেলার নিন্মাঞ্চল।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভাপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২-১ দিন আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) আবুল খায়ের জানান, পানি উন্নয়ন বোর্ডের দু’টি বিভাগের আওতায় মোট ৮০০ কিলোমিটার বেড়িবাঁধে মধ্যে ৩৫টি পয়েন্টে উপক‚ল রক্ষা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার অনেক জায়গায় চলমান রয়েছে।
সাতক্ষীরার উপকূলের ৩৫টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিতে
Leave a comment