তালা প্রতিনিধি : তালায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সাতক্ষীরার সকাল পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পত্রিকার তালা প্রতিনিধি তাপস সরকারে আয়োজনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম হায়দার। এ সময় তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেএসডি’র সাতক্ষীরা জেলা কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, জাসদ নেতা দেবাশীষ দাস, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এম এ ফয়সাল, যুগ্ন সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সদস্য আজমল হোসেন জুয়েল, আতাউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।