সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফচ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডারস্ মাছুরা পারভীন ও তার পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য মাছুরা পারভীন ও তার পিতা রজব আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খান, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রবি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির, ফুটবলার মাছুরা পারভীন ও তার পিতাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নারী ফুটবলার মাছুরা পারভীনের হাতে মহান স্বাধীনতার স্মৃতি জাতীয় পতাকা সম্বলিত ক্রেস্ট তুলে দেন এমপি রবি।
এসময় নারী ফুটবল দলের ডিফেন্ডারস মাছুরা পারভীনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ ১ লাখ টাকা প্রদান করা হয়। একই সাথে মাছুরার বাড়ির তৈরীর জন্য ৮ শতক খাস জমি বন্দোবস্ত ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার কথা বলা হয়।
অপারদিকে জেলা পুলিশের পক্ষ থেকে মাছুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় পুলিশ সুপার কাজী মনিরউজ্জামান নারী ফুটবল দলের ডিফেন্ডারস মাছুরা পারভীনের হাতে নগত ৫০ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন।