সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ভেজাল মধু বাজারজাতকরণের অভিযোগে কারিগরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ১০ মণ ভেজাল মধুসহ গোডাউন সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার পিটিআই মাঠ সংলগ্ন এলাকায় মধু তৈরির কারখানায় এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে অভিযানের খবর পেয়ে আগেই সটকে পড়ে প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম মুুকুল।
সাঁজাপ্রাপ্ত কারিগরের নাম মোঃ শাহাজাহান গাজী (৩৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের বাসিন্দা। কারিগর শাহাজাহান গাজী দীর্ঘ দিন ধরে ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত বলে জানা গেছে।