সাতক্ষীরা প্রতিনিধি: শোকের মাস আগষ্টে মাসব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংসদ সদস্য আতাউল হক দোলন, সংসদ সদস্য লাইলা পারভিন সেজুঁতি, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।
সভায় জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ছাড়াও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় ১৫ আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী যথাযথ মর্যাদায় উৎযাপনের জন্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়।
সভায় দেশ ব্যাপী বিএনপি ও জামায়াত শিবিরের সহিংসতার বিরুদ্ধে পাড়া মহাল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।