সিরাজুল ইসলাম. শ্যামনগর : সাতক্ষীরায় সরকারি খাস জমি উদ্ধার করায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ। সরকারি খাস জমি উদ্ধার করায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি গোলাম রসুল রাসেল, মফিজুর রহমান, সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, জিএম রেজাউল করিম, স্বপন পান্ডে, কুমারেশ মন্ডল, শেখ রিয়াজুল ইসলাম, নাজমা আক্তার ময়না, শাহানারা খাতুন রিনা প্রমূখ। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিদস্যুদের কাছে থেকে দখলকৃত সরকারি খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করার জেলা প্রশাসকের কাছে দাবি জানান নেতৃবৃন্দ।