সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজের প্রায় ১৮ বিঘা কৃষি জমি টেন্ডার ছাড়াই ৭০ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। কোন রকম দরপত্র মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই কৃষি জমি ইজারা দেওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারিয়েছে বলে মনে করেন এলাকাবাসী।
যদিও ইজারা দেওয়ার বিষয়টি জানে না কলেজের টেন্ডার ও ক্রয় কমিটি। এক মাস আগে গত ৫ জানুয়ারি তারিখে কলেজের লেক, পুকুর ও বিশাল আম বাগান নাম মাত্র মূল্যে ইজারা দেওয়া হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের ক্রয় ও টেন্ডার কমিটির আহবায়ক ও ব্যবস্থাপন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোন্তাজাবুর রহমানের সাথে এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলেজে শুধুমাত্র খাল ও ছোট পুকুর ও আম গাছগুলে টেন্ডার দেওয়া হয়েছে। তার জানামতে কৃষি জমির টেন্ডার এখনও হয়নি।
এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজের খাল, ছোট পুকুর, আম বাগান ও কৃষি জমি লিজ দেওয়া হয়েছে। তিনি বলেন, আগেতো মোটেও ইজারা হত না। আমি আসার পর সব কিছু ইজারা দেওয়ায় সরকার কিছু রাজস্ব পাচ্ছে।