জন্মভূমি ডেস্ক : সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় বিএসএফকে ২৫.১৯ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোমরা স্থলবন্দর সংলগ্ন রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এসকেএম কফিল উদ্দিন, স্টাফ অফিসার মোঃ মাসুদ রানা ও ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার মোঃ জাহিদ শিকদার।
এছাড়া বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন, ১০২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শম্ভু প্রসাদ, সহ-অধিনায়ক শরাবজিত সিং ও সন্দীপ সৌরভসহ বিএসএফ কর্মকর্তারা।
প্রীতি ভলিবল খেলাটি শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করেন বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা।