আশাশুনি প্রতিনিধি : আশাশুনি-দেবহাটা -কালীগঞ্জের আংশিক নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দিয়েছেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। সোমবার বিকেল সাড়ে ৪টায় চাপড়া মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে আয়োজিত এক সভা থেকে তিনি এই ঘোষণা দেন।
সভায় আলোচনা রাখতে গিয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ বি এম মোস্তাকিম বলেন, আমি দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলাম। আমার নেত্রী বর্তমান এমপিকে নমিনেশন দিয়েছেন আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। তেমনি আমার নেত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনকে সকলের জন্য উন্মুক্ত করেছেন, সে কারণেই নেত্রীর এই সিদ্ধান্তকে সম্মান করেই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। তিনি আরো বলেন, আমি চাই আমার এলাকার মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে। আমার নেত্রীর প্রদেয় বাজেট যাতে সুষম ভাবে প্রতিটি এলাকায় পৌঁছে যায় সে জন্যই আমি নির্বাচনে অংশ নেব। কোন নিদিষ্ট এলাকার উন্নয়ন নয়, আশাশুনি-দেবহাটা-কালীগঞ্জের যে সমস্ত এলাকা নিয়ে সাতক্ষীরা-৩ আসন গঠিত হয়েছে সব জায়গায় সমানভাবে উন্নয়ন হয় সেটাই হবে আমার নির্বাচনী অঙ্গিকার।
অনুষ্ঠানে আগত বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ মানুষ আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহবান জানান।