তালা প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জামিন পাওয়ায় তালা উপজেলা ১২টি ইউনিয়নের নেতাকর্মী সমর্থকরা প্রাণ ফিরে পেয়েছে। তাদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এ উপলক্ষ্যে তালা উপশহরে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। এমপি হাবিবুল ইসলাম হাবিবের নামে পরিকল্পিত একাধিক মামলায় ৭০ বছরের সাজা প্রদান করা হয়। উক্ত মামলায় মহামান্য হাইকোট বিভাগের ১১নং বেঞ্চ এর বিজ্ঞ মহামান্য বিচারপতিদ্বয় দীর্ঘ কয়েকদিন শুনানী শেষে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতা-কর্মীদের জামিনের আদেশ প্রদান করেন। উপজেলা বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকালে তালা উপ-শহরে আনন্দ মিছিল, পথসভা, মিষ্টি বিতরণ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা উপজেলা যুব দলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক মো. সাইদুর রহমান সাইদ, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম ইয়াছিন উল্লাহ, তালা সদর ইউনিয়ন যুব দলের আহবায়ক মো. আহম্মদ আলী সরদার, সদস্য সচিব সরদার কামরুল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমানসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।