জন্মভূমি ডেস্ক : সম্প্রতি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি দিয়ে ভক্তদের খুশি করেছেন সালমান খান। কলকাতার বাংলা ভাষাভাষীদের মাঝেও ভাইজানের ছবিটি নিয়ে উন্মাদনা কমতি ছিল না। সেই রেশ না যেতেই শহরে হাজির সালমান।
আজ ৫ ডিসেম্বর সকালে কলকাতায় পা রেখেছেন সালমান। তবে নিজের কোনো ছবির কাজে না। আজ থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ মুহূর্তের প্রস্তুতি তাই তুঙ্গে। বিকাল ৪টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতা এসেছেন এ তারকা।
কলকাতা বিমানবন্দরে ভাইজানকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সালমানকে নিয়ে তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট, নীল জিন্স। সামনে অপেক্ষারত অনুরাগীদের নিরাশ করেননি সালমান। গাড়িতে ওঠার আগে তাদের উদ্দেশে হাত নেড়ে দেন বলিউড সুপারস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমল হাসন, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হা। এ চলচ্চিত্র উৎসব চলবে সাত দিন।