জন্মভূমি রিপোর্ট
সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলের একটি প্রশান্ত বনভ‚মি। যা বিশে^র প্রাকৃতিতে বিস্ময়াবলির অন্যতম। এই বনভ‚মি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা নিয়ে বিস্তৃত। বনভ‚মির খুলনা অঞ্চলে ঘুর্ণিঝড় সিত্রাংয়ে ৬০লাখ টাকার ক্ষতি হয়েছে। কোন প্রাণির ক্ষতি হয়েছে কিনা তা চিহ্নিত করা যায়নি।
সূত্র জানিয়েছেন, গত ২৩ ও ২৪ অক্টোবর ঘুর্ণিঝড় সিত্রাংয়ে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগে ক্ষতি হয়েছে ৬০লাখ ১০হাজার ৬০০টাকার। এর মধ্যে কাঠের জেটি ১৪টি। কাঠ বডি ইঞ্জিন চালিত নৌকা ৩টি। পুকুর ২০টি ও স্টেশন ও ক্যাম্পে যাওযার রাস্তা ১কিলোমিটার। পূর্ব বন বিভাগে ক্ষতি হয়েছে ৩৩লাখ ৬০হাজার টাকা। বাকী ক্ষতি পশ্চিম বিভাগে। এই ক্ষতির তালিকা প্রধান কার্যালয় ঢাকা ও পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে।
সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সব চেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশে^র সর্ববৃহৎ বনভ‚মি। ১৯৯৭ সালের ৬ডিসেম্বর ইউনেস্কো বিশ^ ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। জলবায়ু পরিবর্তনের ফলে বারবার আঘাত হানছে বনে। স্বাদু পানির জন্য বনের মধ্যে পুকুর খনন করে বনবিভাগ। এই পুকুর থেকে বিভিন্ন পানি পান করে থাকে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, কোন প্রাণির ক্ষতি হয়েছে কিনা গভীর জঙ্গলে তা চিহ্নিত করা সম্ভব হয়নি।
সিত্রাংয়ে সুন্দরবনের ক্ষতি ৬০ লাখ টাকা
Leave a comment