যশোর অফিস : বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যশোর জেলা আইনজীবী সমিতির এক নং ভবনের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম বর্তমান সভাপতি আবু মোর্ত্তজা (ছোট), ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি গাজী এনামুল হক, সরকারী এমএম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর (অব:) কার্তিক চন্দ্র রায়।
এড. ইমামুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এড. এমএ লতিফ, এড. গাজী মাহফুজুর রহমান, এড. মনজুর কাদের আশিক, এড. আ ক ম মনিরুল ইসলাম, এড. শফিকুল ইসলাম, এড. আজহারুল ইসলাম, এড. রেজাউল করীম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এড. ওয়াজিউর রহমান ও এড. আলমগীর সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একমাত্র মহানবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ বাস্তবায়ন হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।