শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় মৃত হরিণ ভাসতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এর জলোচ্ছ্বাসে হরিণ মারা গেছে।
দুবলার মাঝেরকেল্লা থেকে সোমবার বিকেলে পিরোজপুরের মৎস্যজীবী (জেলে) মোহাম্মদ আলাল মিয়া মোবাইল ফোনে বলেন, সোমবার বিকেলে মাঝেরকেল্লার সাইক্লোন সেল্টারের কাছে সাগরের চরে একটি মৃত হরিণ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে ওই হরিণটি মারা যেতে পারে। সাগরের ৭/৮ ফুট জলোচ্ছ্বাসে দুবলারচর এলাকার সুন্দরবন প্লাবিত হয় বলে ওই জেলে জানান।
মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকায় সুন্দরবন বিভাগের কোন কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সুন্দরবনের দুবলারচরে ভাসছে মৃত হরিণ

Leave a comment