জন্মভূমি রিপোর্ট
মোংলা সুন্দরবনে ঢুকে যারা বাঘ-হরিণ হত্যা এবং জীববৈচিত্রের ক্ষতি করে তাদের মানুষ হিসেবে মূল্যায়ন করি না। সুন্দরবন আমাদের প্রাকৃতিক দূর্যোগ রক্ষা করে। সুন্দরবন রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পর্যায়ক্রমে উন্নয়ন হবে। মোংলা-রামপালের জনপদকে সবসময় উন্নত এবং সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এই জনপদের মানুষকে বঞ্চিত করা হয়নি। এখান থেকে উপার্জন করি নাই, দুর্নীতি করি নাই, ঘের দখল করি নাই। এ অঞ্চলের মানুষ যাতে খেতে পারে পরতে পারে এবং ভালো ভাবে চলতে পারে সেই চেষ্টা করেছি। বুধবার সকালে মোংলার বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: নজরুল ইসলাম ইজারদার। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান মো: ইদ্রিস আলী ইজারদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মো: ইস্রাফিল হোসেন হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নার্জিনা বেগম নাজিন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, উৎপল মন্ডল, তরফদার মোত্তালিব মুক্ত, মো: আবু হানিফ, ফকির আশ্বাব আলী, মো: আহাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান বিশ্বাস, মিজান তালুকদার, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সজিব প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আরো বলেন দুর্নীতিবাজদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিবেন না। যেসব চেয়ারম্যান-মেম্বর অর্থের বিানিময়ে ভিজিডি-ভিজিএফ-মাতৃত্বকালীন ভাতা-প্রতিবন্ধী ভাতা-বয়স্কভাতার কার্ড দিয়েছে তাদের ভোট দিবেন না। পাঁচ বছর পরে সুযোগ এসেছে কাজে লাগাবেন। সরকার এই বছর সকল প্রতিবন্ধীতের ভাতার আওতায় আনবে। উন্নয়ন প্রক্রিয়া একদিনে শেষ হয় না। মোংলা-রামপালের উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকবে।