শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে সিফাত হাং (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে বনের তুলাতলা এলাকা থেকে নিহতের মাথা ও প্যান্ট উদ্ধার করেছে গ্রামবাসীরা।
নিহতের পিতা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদার বলেন, গত ৫ দিন আগে তার ছোট ছেলেকে সাথে নিয়ে তিনি সুন্দরবনে মাছ ধরতে যান। শনিবার সকালে বাড়িতে ফিরে জানতে পারেন তার অপর ছেলে সিফাত একা বুধবার সকালে ঝাকি (খেপলা) জাল নিয়ে বাড়ির কাছে সুন্দরবনের খালে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। রবিবার সকালে গ্রামবাসীদের সাথে নিয়ে নিয়ে সুন্দরবনে তল্লাশী চালিয়ে বনের তুলতলা এলাকায় বাঘে খাওয়া সিফাতের মাথা ও পরনের প্যান্ট পাওয়া যায়।
পশ্চিম রাজাপুর গ্রামের সমাজসেবক কামাল হোসেন তালুকদার বলেন, সিফাত নিখোঁজের খবর পেয়ে তার সন্ধানে আমরা গ্রামের ৫০/৬০জন লোক সুন্দরবনের তুলাতলা এলাকায় গিয়ে সিফাতের মাথা ও প্যান্ট দেখতে পেয়ে তা উদ্ধার করে নিয়ে আসি।বাঘে সিফাতের দেহ খেয়ে ফেলেছে বলে কামাল তালুকদার জানিয়েছেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, সুন্দরবনের তুলাতলা এলাকায় বাঘে খাওয়া লোকের মাথা উদ্ধারের খবর তিনি শুনেছেন বিস্তারিত জানার জন্য বনরক্ষীরদের পাঠানো হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন এরবেশী এখন কিছু বলা যাবে না।