সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে সুন্দরবন সুরক্ষা করে বাঘ সংরক্ষণ করতে হবে : উপমন্ত্রী
শরণখোলা আঞ্চলিক অফিস : ‘সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। সুন্দরবন সুরক্ষা করে বাঘ সংরক্ষণ করতে হবে। তাই তৃতীয়বারের মতো বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ গননার কাজ শুরু করা হয়েছে’। রবিবার দুপুরে বন ও পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি পূর্ব সুন্দরবনে বাঘ গণনা কাজের উদ্বোধন করে কথা বলেন
তিনি বলেন, সুন্দরবনের অনেক প্রাণী এখন আর চোখে পড়েনা, প্রায় বিলুপ্তির পথে। তবে বিলুপ্তির পথে নাই বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার। প্রতি বছরই বাঘের সংখ্যা বাড়ছে বলে জরিপ চালিয়ে দেখা হয়েছে। সুন্দরবন বিভাগ বাঘের ওপর জরিপ চালিয় এই তথ্য পায়। নতুন করে সুন্দরবনে বাঘের ওপর আবারও জরিপ চালানো হচ্ছে।
বনের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে উদ্ধোধন করে উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। তাই সুন্দরবন সুরক্ষা করে বাঘ সংরক্ষণ করতে হবে।
এসময় উপমন্ত্রীর সাথে খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো, বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মহাসিন হোসেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের (খুলনা) বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোঃ নুরুল করিম, চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেবসহ গননার কাজে নিয়োজিত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।