জন্মভূমি রিপোর্ট : সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ সহ ৩ চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগের সদস্যরা সোমবার (৮এপ্রিল) সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জর কাশিয়াবাদ স্টেশনের বজবজা টহল ফাঁড়ির আওতাধীন রাজিয়ার ভারানীর খাল এলাকা থেকে রাত ৪টার দিকে তাদেরকে আটক করে বনরক্ষীরা।
এ সময় তাদের নিকট থেকে ৩০০ মিটার হরিণ ধরার ফাঁদ ১ টি কাঠের ডিঙি নৌকা, ও অনন্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটকৃতরা হলেন, দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের মহাতাব গাজীর ছেলে রাসেল গাজী(২৫) রসূল গাজীর ছেলে রায়হান ইসলাম হাফিজুল (২৪) বিনাপানি গ্রামের কাদের ফকিরের ছেলে ওবায়দুল্লাহ ফকির( ২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন,বজবজা টহল ফাঁড়ি রাজিয়ার ভারানীর খাল এলাকায় অবৈধ ভাবে অনুঃপ্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতি কালে ৩ চোরা শিকারীকে আটক করি। আটক ৩ জনকে বন্য প্রানী নিধন আইনে মামলা দায়ের করে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।