হারুন-অর-রশীদ
খাদিজা আকতার ৫ম শ্রেণির ছাত্রী। বাবা দিনমজুর এবং লেখাপড়া জানেন না। তিনি মেয়ের পড়াশুনা দেখিয়ে দিতে পারেন না। আবার অর্থাভাবে গৃহশিক্ষক দিতে পারছেন না। খাদিজা বাংলা, ইংরেজি কোনটাই দেখেও পড়তে পারতোনা। সিইউসি বিদ্যালয় এসে এখন ভালো ভাবে পড়তে পারে। ৪র্থ শ্রেণির ছাত্র মোঃ আশিকুল রহমান। পিতা মোঃ দুলাল মিয়া। বাসবাস করছেন টিবি ক্রস রোডের কমিশনার গলি নামক এলাকায়। নিজে একজন শ্রমজীবী। সিইউসি স্কুল প্রতিষ্ঠার সময় থেকেই তার সন্তানদের এখানে লেখাপড়া শিখতে দিয়েছে। সুন্দর ও মনোরম পরিবেশে সন্তানরা পড়াশুনায় ভালো করছে। তা’ছাড়া স্কুল থেকে শিশুদের নানা ধরনের সহয়তা দেয়া হচ্ছে। এভাবেই খোলামেলা ভাবে তাদের মনের কথা বলছিল।
সমাজে পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভলিজ্ড চাইল্ড সিইউসি। সংগঠনের পক্ষ থেকে শিশুদের পাঠদান করানো হচ্ছে। শিশু থেকে ৫ম শ্রেনি পর্যন্ত শিশুরা এখানে পড়ার সুযোগ পাচ্ছে। ২০২০ সালের ১৭ জানুয়ারি থেকে এর পথ চলা। ভাসমান অবস্থায় ক্লাস পরিচালনা করা হচ্ছে। একটি স্থায়ী ভবন দাবি করছেন ছোট্ট এই কোমলমতি শিশুরা।
সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় ফিরিয়ে আনা ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করার মানসে কতিপয় কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পেশাজীবী স্বেচ্ছাসেবীদের নিয়ে খুলনায় ২০২০ সালের ১৭ জানুয়ারি প্রতিষ্ঠা করা হয় সিইউসি নামে এই সামাজিক সংগঠনটি।
স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে ‘চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে’ এই শ্লোগানকে সামনে রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন এর ২৯ নম্বর ওয়ার্ডে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি শিক্ষা সহায়ক কেন্দ্র (বিদ্যালয়) প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র সংখ্যা ৫৬জন শিক্ষার্থী পাঠদান করছেন।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদ মোঃ ইমদাদ আলী বলেন, আমরা বর্তমান খুলনা সিটি কর্পোরেশন এর ২৯ নম্বর ওয়ার্ডে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি শিক্ষা সহায়ক কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতে প্রতিটি ওয়ার্ডে একটি করে বিদ্যালয় প্রতিষ্ঠা করা। তবে এর জন্য অনেক অর্থের প্রয়োজন। সরকার, সিটি কর্পোরেশন ও সমাজের বিত্তবানরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং শিশুরা পাবে শিক্ষার আলো। এই শিশুরা এক দিন মানবসম্পদে পরিণত হবে।
সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে সিইউসি
Leave a comment