মঙ্গলবার বেলা ১১ টায় সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন অভিযান উদ্ভোধন করেন জাতীয় মহিলা সংস্হা খুলনার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো সাহেব আলী সরদার, যুবলীগ মহানগর কমিটির সদস্য কাজী কামাল হোসেন, সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরা,সহ সভাপতি মোঃ সাবির খান,শেখ হেদায়েত হোসেন হেদু,এস,এম সাইফুল ইসলাম,মোঃ সবুজুল ইসলাম,মোঃ রাকিবুজ্জামান মানিক,শিক্ষক মোঃ নুরুল ইসলাম,মোঃ আব্দুল হামিদ,গৌরচন্দ্র মহালদার,অর্পিতা দেবনাথ, শিল্পী মল্লিক,আব্দুস সামাদ,শাহানাজ সুলতানা ও অত্র প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।
সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপনের উদ্ভোধন
Leave a comment