ক্রীড়া প্রতিবেদক
‘হয়ে ওঠো আগামীর গ্রান্ডমাস্টার’ শিরোনামে বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষাকতায় সারাদেশের ৬৪ জেলায় আয়োজিত হচ্ছে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘মার্কস এক্টিভ স্কুল চেস চ্যাম্পস’। এরই ধারাবাহিকতায় খুলনাতে আয়োজিত হয়ে গেলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সর্বমোট ৪০টি স্কুলের ৬৪টি দলের মধ্যে শীর্ষ ৮টি দল নিয়ে হোম এন্ড এওয়ে পদ্ধতিতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নেভি স্কুল এন্ড কলেজ। প্রথম রানার আপ হয়েছে নেভি এনকোরেজ স্কুল এন্ড কলেজে এবং তৃতীয় স্থানে রয়েছে খুলনা জেলা স্কুল।
।
পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে খুলনা জেলা চ্যাম্পিয়ন হিসাবে মনোনীত হয়েছে বাংলাদেশ নেভি স্কুল এন্ড কলেজ। সোমবার প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা। সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য মো: বেলাল হোসেন।