জন্মভূমি ডেস্ক
ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমানের হাতে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএসএফের ১৮০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিজয় পাল সিং।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান জানান, সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর ব্যাপারটা দীর্ঘ দিন ধরে চলে আসছে। এতে উভয় বাহিনীর মধ্যে সম্পর্কের আরো উন্নতি হয়।