ক্রীড়া প্রতিবেদক : আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বুকে ব্যথা অনুভব করায় তাকে বুয়েন্স এইরেসের হাসপাতালে নেওয়া হয়। তার ক্লাব জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ভালো আছেন বলে জানা গেছে।
ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের সাবেক এই স্ট্রাইকার বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেনডিয়েন্তের কোচ। ২০২১ সালে ফুটবলকে বিদায় জানিয়ে কোচিংয়ে নামা ৪০ বছর বয়সী তেভেজকে আরও কিছু পরীক্ষা করানোর জন্য হাসপাতালেই রাখা হবে বলেও জানানো হয়েছে।
টুইট বার্তায় ইন্ডিপেনডিয়েন্তে পক্ষ থেকে বলা হয়েছে, তেভেজকে সান ইসিডোরো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে তার কিছু পরীক্ষা করানো হয়েছে, যার ফল সন্তোসজনক। আগামীকাল তার আরও কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।
যেহেতু তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি, ওই পর্যন্ত তেভেজকে হাসপাতালে রাখা হবে বলেও জানানো হয়েছে। ইন্ডিপেনডিয়েন্তে তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১২ মে। সব ঠিক থাকলে তেভেজ ওই ম্যাচে দলের ডাগ আউটে দাঁড়াতে পারবেন।