যশোর অফিস : যশোরের বারান্দীপাড়ায় হত্যা মামলার আসামির ৬টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে যশোর শহরের বারান্দীপাড়ায় এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ১০/১২ লাখ টাকার সম্পত্তি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি টগর (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় টগর মারা যান। টগরের মৃত্যুর পর রোববার ভোররাতে তার বন্ধু সোহেল, রমজান ও অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত টগর হত্যার সাথে জড়িত আয়ানের বসবাসরত টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশেই আরও ৫ টি ঘরে আগুন লেগে যায়।
স্থানীয়রা জানান, টগর ও আয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। টগরকে হত্যার পর প্রতিশোধ নিতে তার বন্ধুরা আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।