কালিগঞ্জ প্রতিনিধি : হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর জন্মসার্ধ্যশত বার্ষিকী (১৫০ তম) উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর আয়োজনে শনিবার সকাল ১০টায় পাক রওজা শরীফ প্রাঙ্গনে সেমিনার অনুষ্ঠিত হয়। অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষা বিজ্ঞানী, শিক্ষা সংস্কারক, বিশিষ্ট দার্শনিক হযরত শাহসুফি খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর জন্ম সার্ধ্যশত বার্ষিকী (১৫০ তম) উপলক্ষে শ্রষ্টার এবাদত সৃষ্টির সেবা, এই ব্রতকে সামনে রেখে, সম্মোহনের সার্ধ্যশত বার্ষিকী সেমিনারের সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আবদুর রশিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গাজী আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডঃ কে এম সাইফুল ইসলাম খাঁন।
আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন, খাঁন বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী আলী আজমের পক্ষে অধ্যাপক মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত গজল পরিবেশনের পরে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড. কাজী আলী আযম।