জন্মভূমি রিপোর্ট
খুলনা বিভাগীয় সম্মেলনকে বানচাল করতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গুলিতে ও ধারালো অস্ত্রাঘাতে পাঁচ শতাধিক নেতাকর্মীকে আহত করা, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় খুলনা বিএনপির সংবাদ সম্মেলন রবিবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি কার্যালয় অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, সমাবেশকে বানচাল করার জন্য শাসকদলের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসগ হকিস্টিক, রামদা, লোহার রড, লাঠিসোটা নিয়ে সমাবেশে আগত নেতাকর্মিদের ওপর নগ্ন হামলা চালায়। হাজারো বাধা বিপত্তির মধ্যেও সমাবেশ সফল হয়েছে।
হামলায় খুলনাসহ আশ পাশ এলাকার ৫ শতাধিক নেতাকর্মি আহত হয়েছে। এর মধ্যে দুই জন গুরুতর আহত হয়েছে। যার মধ্যে একজনের চোখ নষ্ট হয়েছে। একজন নিখোজও রয়েছে। যিনি ট্রলার পথে সমাবেশে আসতে গেলে শাষকদলীয় ক্যাডাররা তাকে আক্রমন করে। এ সময় তিনি ভয়ে নদীতে ঝাপ দেন। যার খোজ এখনও পাইনি।
এত বাধার পরেও লাখো নেতা কর্মি ধৈর্যর পরীক্ষা দিয়ে সমাবেশকে সফল ও সার্থক করে তুলেছে।
এ সময় তিনি আরও বলেন, শাষকদলীয় ক্যাডারদের হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে মহানগর নেতার মালিকানাধিন আছিয়া সি ফুড। সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের বাসভবনেও তারা হামলা করেছে। মহানগর যুবদল নেতা সালাউদ্দিনসহ একাধিক নেতার বাড়ি গিয়ে গৃহ ছাড়ার হুমকি দেন।
শত বাধা বিপত্তির ভেতরেও সমাবেশকে সফল করার জন্য সংবাদ সম্মেলনে তিনি খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।