জন্মভূমি ডেস্ক : মানসিক ভারসাম্যহীন যুবক সাইফুল হারিয়ে যাওয়ার দুইমাস পরে সন্ধান পায় তার স্বজনরা। তবে জীবিত নয়, মৃত্যু অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে পাওয়া যায় সাইফুলের লাশ। পরিবারের সদস্যরা জানতে পারে ফরিদপুর জেলা সদর হাসপাতালের পড়ে আছে তার মৃতদেহ।
জানা গেছে, ফরিদপুর অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন এলাকার কামালহাট গ্রামের হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬)।
এ ঘটনায় ব্যাপারে কোলা গ্রামের বাসিন্দা মন্টু হোসেন জানান, গতকাল সোমবার আমি আমার ফেসবুক আইডিতে সাইফুল হারিয়ে গেছে গত দুই মাস যাবত, এমনটা লিখে একটি হারানো বিজ্ঞপ্তি দিয়েছিলাম। গত দুইমাস ধরে নিখোঁজ কোলা ইউনিয়ন কামাল হাট গ্রামের বাসিন্দা কিছুটা মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলামের সন্ধানে।
এরপর মঙ্গলবার (৩০ আগষ্ট) দিবাগত রাতে জানতে পারে সাইফুলকে পাওয়া গিয়াছে, তবে জীবিত না। তার মৃতদেহ পড়ে আছে ফরিদপুর জেলার সদর হাসপাতালের লাশ ঘরে। এরপর ফরিদপুর হাসপাতালে খবর নিয়ে জানাগেছে সাইফুল সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার লাশ ফরিদপুরের ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে রেখে রাখেন।
তিনি আরও জানান, প্রায় গত দুই মাস আগে হারিয়ে যায়। এরপর প্রায় ২ মাস পর অবশেষে পাওয়া গেল ফরিদপুর হাসপাতালে। উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।