খানজাহান আলী থানা প্রতিনিধি
বিসিক শিল্পনগরীর হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অস্থায়ী কর্যালয়ের সামনে শুক্রবার বিকাল ৪টায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিবিএ’র সভাপতি কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পরিচালনা করেন সিবিএ’র সাধারণ সম্পাদক ফরহাদ মোড়ল। বক্তৃতা করেন মো: ইয়াসিন, জয় জিন্না, বাদল রেজা, মো: মিঠু, আবুল হোসেন, মো: ইমরান, রুমেল, তরু, শাহানাজ বেগম, পিয়া বেগম, আকলিমা বেগম, হালিমা বেগম, জহুরা বেগম, পারভিন বেগম।
এ সময় বক্তারা শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরিসহ সকল পাওনাদী আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধের জন্য কর্তৃপক্ষকে আহবান জানান। এ সময় বক্তারা বলেন কিছু অসাধু সাবেক শ্রমিক নেতারা যারা হুগলী বিস্কুট কোম্পানি থেকে সকল পাওনাদী বুঝে নিয়ে সেচ্ছায় অভ্যাহুতি নিয়ে এই প্রতিষ্ঠান থেকে চলে গেছেন। তারা শ্রমিকদের মাঝে বিভিন্ন উসকানি দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে শ্রমিক-কর্মচারিদের সকল বকেয়া পাওনাদী আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। সিবিএ’র নেতারা বলেন শ্রমিক-কর্মচারীদের ন্যায্য পাওনা আদায়ের ক্ষেত্রে দুর্নিতীবাজ দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহই করা হবে। কারই তারা হুগলী বিস্কুট কোম্পানির ইউনিয়নের কোন সদস্য নয়। নেতৃবৃন্দ শ্রমিক-কর্মচারীদের দাবি আদায়ের ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।