জন্মভূমি রিপোর্ট
হুসনা মেহেরুবা টুম্পা জাতিসংঘের অধীনে নাইজেরিয়ার রাজধানী আবুজা-এ আইনী পরামর্শ ও সহায়তা প্রদানের লক্ষ্যে গত ১৫ আগস্ট গমন করেছেন। একুশে পদকে বিভ‚ষিত সাংবাদিক শহিদ হুমায়ূন কবীর বালুর কন্যা তিনি। ২০১৮ সাল থেকে তিনি কর্মসূত্রে দেশে জাতিসংঘের আওতাধীনে এ ধরণের পরিষেবা প্রদান করে আসছেন। সেদেশে দায়িত্ব পালন শেষে আগামী সেপ্টেম্বরে নিজ কর্মস্থল ঢাকায় ফিরবেন তিনি।
হুসনা মেহেরুবা টুম্পার নাইজেরিয়া গমন
Leave a comment