বিজ্ঞপ্তি
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ও স্পষ্টবাদী মানুষ ছিলেন হোসেন আহমেদ কচি। আমৃত্যু তিনি গণতন্ত্র ও সুশাসনের জন্য কাজ করে গেছেন। খেলোয়াড় হিসেবেও ছিলেন অনন্য। তার মিষ্টিভাষি আলাপচারিতা ও বন্ধুদের সাথে সম্পর্ক তাকে অমর করে রাখবে। হোসেন আহমেদ কচির শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার বাদ আছর ২৭নং ওয়ার্ড কাউন্সিল মিলনায়তনে আমরা বন্ধুমহলের আয়োজনে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ছাত্রনেতা, সাবেক ফুটবল খেলোয়াড় ও ব্যবসায়ী হোসেন আহমেদ কচি স্মরণে শোকসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। সভা পরিচালনা করেন সাংবাদীক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অসীম আনন্দ দাস, অধ্যাপক দেবদুলাল বসু, মিজানুর রহমান বাবু, ফেরদাউস হোসেন লাবু, আতাউর রহমান শিকদার রাজু, মো: মামুম হায়দার, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, আনিস উদ্দিন, রোটারিয়ান আশীষ দে, শেখ মনিরুল ইসলাম, প্রদীপ কুমার দাশ, মো: জাকির হোসেন, দীন মোহাম্মদ, মো: শামীম-আল-আজাদ, আব্দুল্লাহেল আজম, মুরাদ আহমেদ, শেখ আব্দুস সালাম, মো: মনির হোসেন, মলয় কুমার সেন, মো: আনিসুর রহমার দুলু, শেখ সেলিম টিটো, মো: মোরশেদ আলম মিঠু, মো: মনিরুল ইসলাম শিমুল, ওয়াহিদুর রেজা বিপলু, রফিকুল ইসরাম মিন্টু, মো: মোজাহার হোসেন মুজু, মো: সাইদুজ্জামান, কাজী ইফতেখারুল হাসান, শাহ মো: ওয়াহিদুজ্জামান, মো: আনিছুর রহমান মিন্টু, উজ্জ্বল কুনউ, হায়দার আলী, মো: ইদ্রি আমিন ইজাদার, এ রশিদ, এস এম ইব্রহিম আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কচি যা সত্যি মনে করতেন, তা বলেছেন। সত্যনিষ্ঠ এই ব্যক্তিত্ব মানুষের জন্য সাহসী ভূমিকা রেখেছেন। হোসেন আহমেদ কচি বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
বক্তারা বলেন, কচি সাধারণ জীবন যাপন করতেন, যা বিরল। শোকসভা শেষে কচির স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেনে মিস্ত্রিপাড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলান মো: জাকির হুসাইন।