জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী আগামী ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। মঙ্গলবার (১০ সেপ্টেস্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য হিন্দু
এতে বলা হয়েছে, ডোনাল্ড লু ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। লু তার সফরে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লু ভারতের দিল্লিতে যাবেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে উন্নয়ন প্রচার সংক্রান্ত সহযোগিতার প্রচার, নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভারতের বিজনেস কাউন্সিলের আয়োজিত নারীদের অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত সামিটে ওয়াশিংটনের সহযোগিতার কথা তুলে ধরবেন।
লুর ঢাকা সফর নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় লু মার্কিন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন।
প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।