বিজ্ঞপ্তি : একটি সফল ও সৌন্দর্যমন্ডিত সমাবেশ অনুষ্ঠিত করতে নিরলস কাজ করতে হবে স্বেচ্ছাসেবকদের। বিভাগের ১০ জেলাসহ পার্শবর্তী পিরোজপুর, গোপালগঞ্জ থেকে নেতা-কর্মীরা ও সাধারণ জনগণ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে আসবেন। লক্ষ-লক্ষ এই মানুষ যাতে সু-শৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণ করতে পারেন সে দিকে আমাদের নজর রাখতে হবে। বয়স্করা অসুস্থ্য হয়ে পড়লে তাদের জন্য নির্ধারিত মেডিকেল ক্যাম্প থেকে সেবা দিতে হবে। পাশাপাশি আমাদের সজাগ থাকতে হবে যাতে সমাবেশ ভন্ডুল করতে দেশ বিরোধী চক্র যাতে কোন রকম তৎপরতা না চালাতে পারে। কারন আমাদের মনে রাখতে হবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৯ বার হামলা চালানো হয়েছে। অতএব আগামী ১৩ নভেম্বর সমাবেশ সফলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ১৩ নভেম্বরের সমাবেশ সফলে দলীয় স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩২৭ জন স্বেচ্ছাসেবক।