জন্মভূমি ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে। দীর্ঘ ১৮ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। ‘মায়ার জঞ্জাল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও সিনেমায় ফিরছেন তিনি। ভাষার মাস ফেব্রুয়ারিতে ভারত ও বাংলাদেশের সিনেমা হলে মুক্তির প্রস্তুতি নিয়েছেন ছবিটির বাংলাদেশী প্রযোজক জসীম আহমেদ।
এর অংশ হিসেবে শনিবার চলচ্চিত্রটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটিতে অপির চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তার অসহায় সংসার। স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেয় সোমা। দীর্ঘ ১৮ বছর পর বড় পর্দায় ফেরা সম্পর্কে অপি করিম বলেনÑ এটা ঠিক, প্রথম আগ্রহ পাই নির্মাতা ইন্দ্রনীলের কথা শুনে। পরে গল্পটা পড়লাম। সেটাও আমাকে খুব টেনে নিল।
এই গল্পের স্টোরি টেলিংয়ে মজার বিষয় হলো, গল্পটা খুব টানে। ওপর থেকে গল্পটাকে দেখলে মনে হবে ওয়েভের মতো। এই চিত্রনাট্যটি পড়লে মনে হবে, ইনডিভিজুয়ালি উই আর কানেক্টিং ইচ আদার। তৃতীয়ত হচ্ছে, আমার চরিত্রটা। সোমা যে খুব বড় ক্যারেক্টার তা নয়। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। সব মিলিয়েই কাজটি করা। হতে পারে আমি এমন কিছুর অপেক্ষাতেই ছিলাম।
সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন টালিউডের অন্যতম অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়াও আছেন ঢাকার সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায় প্রমুখ। ছবিটির মুক্তি উপলক্ষে কলকাতার শিল্পীদের ঢাকায় আসার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রযোজক জসীম আহমেদ।