জন্মভূমি ডেস্ক
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৩৫ জন, এই সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬৭৬ জন।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৪১ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১১ হাজার ৪৪ জন।
শুক্রবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৬৩৫টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হলো। একই সময়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬৭৬ জন। এ নিয়ে মোট ৫ লাখ ১১ হাজার ৪৪ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে আটজন মারা গেছেন তার মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী। মোট মৃত ব্যক্তির মধ্যে ৬ হাজার ৩৮১ জন (৭৫ দশমিক ৬০ শতাংশ) পুরুষ, নারী ২ হাজার ৬০ জন (২৪ দশমিক ৪০ শতাংশ)।
বিভাগওয়ারী মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও খুলনা বিভাগে একজন রয়েছেন।