আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘন্টায় ৮০০ জনের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন দাবি করেছে। নিহত রুশ সেনাদের বেশির ভাগই ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লড়াইয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদন অনুসারে জানা গেছে, ইউক্রেনের সামরিক বাহিনী প্রতিদিন সকালে যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করে। ওই সকল তথ্যানুসারে, রুশ সেনারা বাখমুত শহরে আক্রমণ চালাচ্ছে। একই সাথে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে যে রাশিয়ান বিাহিনী উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের দোনেৎস্কের আভদিভকা শহরে এবং কুপিয়ানস্ক শহরে ব্যর্থ হামলা চালিয়েছে।
দেশটির সেনারা আরও জানিয়েছে, যুদ্ধের সময় তারা একটি রুশ বিমান, হেলিকপ্টার এবং তিনটি ট্যাঙ্কও ধ্বংস করেছে।
এর আগে রাশিয়ার সেনাবাহিনী আমেরিকার সরবরাহ করা কয়েকটি হিমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস এবং ইউক্রেনের পক্ষে লড়াই করা ২৫০ সেনা হত্যার দাবি করেছে। এ সময় রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়েছে। এছাড়া দেশটি জানায় যে তারা ১৩০ জন বিদেশি ভাড়াটে সেনাকে হত্যা করেছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে জানা গেছে যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ সেনাদের হামলায় আমেরিকার সরবরাহ করা কয়েকটি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়। রুশ মন্ত্রণালয়ের তথ্য মতে- দোনেৎস্ক অঞ্চলের দ্রুজকোভকা রেলস্টেশন এলাকায় দু’টি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধক্ষংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিসাইল হামলা চালায়।