জন্মভূমি ডেস্ক : আওয়ামীলীগ সরকারের সময়ে ২৮ লাখ কোটি টাকা পাচারের ঘটনা ঘটেছে, যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শ্বেতপত্র কমিটির রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা জানান, ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধে সুশীল সমাজ, নাগরিক ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও ব্যাংক অধিগ্রহণসহ অন্তত ২৮টি পদ্ধতিতে অর্থ পাচার করেছে আওয়ামীলীগ সরকার।
শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবাধ দুর্নীতির মাধ্যমে ১৫ বছরে অন্তত ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামীলীগের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো ব্যাপক সংস্কার কার্যক্রম।তারা বলেন, দুর্নীতির ধারার অব্যাহতিতে প্রতিরোধ আনার জন্য বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন। সুশীল সমাজকে জবাবদিহিতার আওতায় এনে সততা নিশ্চিত করতে হবে।
সর্বস্তরে সততা প্রতিষ্ঠা করতে হলে মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি মত তাদের।
তারা আরও বলেন, উন্নত দেশের আদলে আইনী চর্চা ও সমাজ কাঠামো শক্তিশালী করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি রোধ করা যায়।
২৮ পদ্ধতিতে অর্থ পাচার হাসিনা সরকারের: শ্বেতপত্রের তথ্য
Leave a comment