ক্রীড়া প্রতিবেদক
চলতি লকডাউন শেষেই মাঠে গড়াবে নারী ফুটবল লিগ। প্রিমিয়ার লিগ শুরুর ব্যাপারে চার ক্লাবের আপত্তি থাকলেও নারী ফুটবলে সব ক্লাব ৫ মে খেলা শুরু করতে একমত বলে জানালেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘সবগুলো ক্লাব ৫ মে থেকে খেলতে সম্মত হয়েছে। কুমিল্লার ক্লাবটির একটু সমস্যা ছিল। এরপরও তারা ৫ মে থেকে খেলতে রাজি হয়েছে।’
৩১ মার্চ নারী ফুটবল লিগ শুরু হয়েছিল। এক রাউন্ড শেষ হওয়ার পর ৫ এপ্রিল থেকে কঠোর নিষেধাজ্ঞার জন্য খেলা বন্ধ থাকে। এক মাস স্থগিত হওয়ার পর পুনরায় শুরু হচ্ছে লিগ। দ্রæতই লিগ শেষ করার পরিকল্পনা মহিলা উইংয়ের চেয়ারম্যান কিরণের।
বাংলাদেশ নারী ফুটবল লিগে অধিকাংশ ফুটবলার অল্প বয়স্ক। তাই স্বাস্থ্যবিধির দিকে বিশেষ নজর মহিলা উইংয়ের, ‘আমাদেরকে এই অবস্থার মধ্যেই জীবন চালাতে হবে। করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা ফেডারেশন থেকেই করা হচ্ছে । এছাড়াও লিগ আবার শুরু হওয়ার পর স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু হবে।