জন্মভূমি ডেস্ক : ভারতের বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ সরলা এভিয়েশন সম্প্রতি অটো এক্সপোতে ভারতের প্রথম এয়ার ট্যাক্সি প্রদর্শন করেছে। যাত্রীদের পাশাপাশি প্রয়োজনীয় লোড বহন করতেও পারে এই এয়ার ট্যাক্সি। ৩০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব মাত্র কয়েক মিনিটে অতিক্রম করতে পারার ক্ষমতা রয়েছে এই উড়ন্ত ট্যাক্সির।
সরলা এভিয়েশন জানিয়েছে যে, এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শহরের ট্রাফিক সমস্যার সমাধান করার জন্য। জনাকীর্ণ এলাকার মানুষকে দ্রুত ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেবে এই ফ্লাইং ট্যাক্সি। আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী এটি পরিবহন ব্যবস্থায় এক বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে। এয়ার ট্যাক্সিটি শহরের ট্রাফিক সমস্যা এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে খুব সহজেই। এর সর্বাধিক লোড ধারণক্ষমতা ৬৮০ কেজি, যা দৈনন্দিন ব্যবহারের জন্য একদম আদর্শ বলেই জানাচ্ছে কোম্পানিটি। ভারতীয় রাস্তা ও ট্রাফিক পরিস্থিতি বিবেচনায় রেখে এর ডিজাইন করা হয়েছে। যাতে কোনওরকম সমস্যায় না পড়তে হয়।সরলা এভিয়েশন জানিয়েছে, ২০২৮ সালের মধ্যেই বেঙ্গালুরুতে এই এয়ার ট্যাক্সি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, আগামী দুই বছরের মধ্যেই ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি চালু করার লক্ষ্য নিয়েছে তারা। ২০২৩ সালে প্রতিষ্ঠিত সরলা এভিয়েশন ভারতের প্রথম মহিলা পাইলট সরলা ঠাকরলের নামে নাম রাখা হয়েছে।
৬ যাত্রী নিয়ে উড়বে এই ‘ফ্লাইং ট্যাক্সি’

Leave a comment