জন্মভূমি ডেস্ক : চাঁদপুরে মেঘনা নদীতে এম. ভি. আল-বাখেরা জাহাজে মাস্টারসহ সাত জন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহী এবং অন্যান্য সব পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছে সংগঠনটি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অফিস সচিব আতিকুল ইসলাম টিটুর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের মেঘনা নদীতে হরিনা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় এম. ভি. আল-বাখেরা জাহাজে মাস্টারসহ সাতজন শ্রমিক নিহত হন। তাদের হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে এবং নিহত শ্রমিকদের পরিবারের জন্য ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি তুলে এ কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী নৌযানগুলো আপাতত কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
৭ খুনের ঘটনায় লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
Leave a comment