
আশাশুনি প্রতিনিধি :আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার দুুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই মোঃ শাহীনুর রহমান, এএসআই আলমগীর হোসাইন অভিযান চালিয়ে নিয়মিত মামলা ২(০১)/২৪ এর আসামী গোদাড়া গ্রামেন মৃত রহমতুল্যাহ গাজীর ছেলে জুলফিকার আযম ও সিআর পরোয়ানা- ৮৪৯/২১ (পাইকঃ) এর আসামী দাদপুর গ্রামের মিয়ারাজ সরদারের ছেলে বাহারুল সরদারকে আশাশুনি থানা এলাকা হতে গ্রেফতার করেন।

