মাদারীপুর অফিস : মাদারীপুর কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন কালকিনি উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস এর দিকনির্দেশন কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এর নেতৃত্বে কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের হাচেন আকনের হাটের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানো হয়। এসময়ে খালে থাকা একটি আনলোড ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ২০ টি পাইপ বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজার সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায় নি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মোবাইল কোর্ট পেশকার শেখ মঞ্জুর এলাহী সহ কালকিনি থানা পুলিশের সদস্যরা। কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন, নদী ভাঙন রোধে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।