জন্মভূমি রিপোর্ট
বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন সহযোগিতার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট রবিবার ঢাকায় অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
সভাপতিত্ব করেন এইচবিআরআই এর ডিরেক্টর জেনারেল মো. আশরাফুল আলম।
এসময় কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, প্রফেসর ড. কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন, প্রফেসর ড. সজল কুমার অধিকারী এবং এইচবিআরআই এর প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার, সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার, রিসার্চ ইঞ্জিনিয়ার, রিসার্চ অফিসার, রিসার্চ এসোসিয়েট সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।