
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ব্র্যাক ওয়াশ কর্মসূচি চিতলমারী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ আজমল হোসেন,জেলা ব্যাবস্থাপক খুলনা অঞ্চল মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্রাক ওয়াশ কর্মসূচি কোয়ালিটি কন্ট্রোলার মোঃ আমজাদ হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার আকলিমা খানম,এ্যাসিস্ট্যান্ট অফিসার ব্রাক ওয়াশ কর্মসূচি মোঃ মিলন হোসেন, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, সূধীজন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কোমলপ্রাণ ছাত্র ছাত্রীদের হাত ধোয়া এবং হাত ধোয়ার উপকারীতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।