জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গায় বিভিন্ন ব্র্যান্ডের নকল ও ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে মেসার্স রোজ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে অবস্থিত মেসার্স রোজ স্টোরে প্রচুর পরিমাণ নকল বিদেশি কসমেটিকস ও অবৈধ কসমেটিকস জব্দ করা হয়। পরে ভেজাল ও অবৈধ কসমেটিকস বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কসমেটিকসগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের একটি টিম।